প্রকাশ হল নুসরাতের সংসার ভাঙার কারণ

0
1067

অবশেষে প্রকাশ হল এ সময়ের জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সংসার ভাঙ্গার কারণ।

সম্প্রতি নিখিল জৈনর কাছের এক বন্ধু ভারতের সংবাদ মাধ্যম জি-নিউজ২৪ ডটকমকে জানান, একবার নুসরাত তার কিছু বন্ধুদের নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। নিখিল নিজেই তার ফ্লাইটের টিকিট ও রিসোর্ট বুক করে দেন। এই রিসোর্টের মালিক নিখিলেরই এক বন্ধু।

তার মাধ‌্যমে নিখিল জানতে পারেন, রিসোর্টে যশের সঙ্গেই ছিলেন নুসরাত। সেই থেকেই তাদের সমস্যার সূত্রপাত। নিখিলের আরেক ঘনিষ্ঠজন জানান, যশ ও নুসরাতকে একসঙ্গে দেখেও ফেলেছিলেন নিখিল।

তারপড় থেকেই ধীরে ধীরে চারদিকে নুসরাত-যশের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় নিখিল তা মেনে নিতে পারেননি।এ পরিস্থিতে নিখিল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here