শূন্য থেকে শুরু, স্বপ্ন পূরণের পথে!

0
2152

গল্পটা এক স্বপ্ন পূরণের। বলছি রিজভী আলামিনের কথা। পরিচয়টা ছোট হলেও স্বপ্নটা বিশাল। আর সেই স্বপ্ন পূরণের জন্যই আজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সে।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ফ্যান রিজভীর ছোটবেলা থেকেই সপ্ন সে একদিন ভালো পরিচালক হবে ও পাশাপাশি অভিনয় করবে। সেই স্বপ্ন পুরণের শুরুটা করেছে গল্প লিখা দিয়ে, আর সব ঠিক থাকলে শীঘ্রই আসছে তার বেশ কিছু কাজ।

সম্প্রতি এই স্বপ্নধারকের সাথে কথা হলে সে জানান বাংলাদেশের একজন নির্মাতার কাজ এবং গল্পের ফ্যান সে। যার নাম তার ভিকি জাহেদ এবং তার ইচ্ছে সে ভিকি জাহেদ এর এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করবে। এমনকি তার কিছু গল্পের অনেক বড় বড় পরিচালক কাজ করবেন।

গল্পের বেপারে জানতে চাইলে তিনি বলেন এখন গল্পের বেপারে বা পরিচালক কে সেটা এখন বলা যাবে না ইনশাআল্লাহ সব কিছু ঠিল হলে আমি জানিয়ে দিবো।

প্রিয় অভিনেত্রীর কথা জানতে চাইলে সে বলে, আমার মেহজাবীন চৌধুরী আপুর অভিনয় অনেক ভালো লাগে সবাই ভালো করতেছে সবার জায়গা থেকে সবার জন্যই শুভকামনা।

আপনার গল্প লেখার টেকনিক কি?

উত্তরে তিনি বলে, আমি চেষ্টা করি ভালো গল্প লেখার যাতে করে সবার কাছে ভালোলাগে।টেকনিক বলতে কিছু না আমার যখন কোনো গল্প মাথায় আসে আমি তখন সেটা নিয়ে অনেকদিন ভাবি এবং গল্পটাকে নিয়ে রিসার্চ করি। আর আমি কোনো প্রফেশনাল রাইটার না আমি একজন খুদ্র নাটক প্রেমি আমার সপ্ন আছে আর সেটা পূরণ হবে ইনশাল্লাহ্।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here