আতিক্ক্যা সারপ্রাইজ

0
1526

ঠিক রাত 11.59 মিনিটেই চট্টগ্রাম শহরে আপনার প্রিয়জনের কাছে আপনার উপহার পৌঁছে দিবো।
আপনার প্রিয়জনের জন্মদিন, এ্যানিভার্সারি কিংবা বিশেষ কোন দিনে উইশ করতে চাচ্ছেন অথচ আপনি দূরে আছেন, প্রিয় মানুষটির সাথে সরাসরি দেখা করে সারপ্রাইজ দিতে পারছেন না?

ভাবছেন কিভাবে প্রিয় মানুষটিকে সারপ্রাইজ করা যায়? তাকে চমকে দেয়া যায়! আর কোনো চিন্তা নয়, “আতিক্ক্যা সারপ্রাইজ” সবসময় আছে আপনার পাশে।

একটু ভাবুনতো , যখন আমরা আপনার প্রিয় মানুষটির কাছে গিয়ে আপনার পক্ষ থেকে সারপ্রাইজ দিয়ে আসবো ঠিক রাত ১১.৫৯ মিনিটে। তখন সেই মানুষটি কতোটা আনন্দিত হবে, কতোটা সারপ্রাইজড হবে!

তো আর দেরি না করে আপনার পছন্দের সব আইটেম অর্ডার করুন ” আতিক্ক্যা সারপ্রাইজ” এর কাছে। আতিক্ক্যা সারপ্রাইজ সেসব উপহার গুলো যত্নসহকারে পৌঁছে দিয়ে আসবে আপনার ভালোবাসার মানুষটির কাছে।

আপনার প্রিয়জন সারপ্রাইজড হবে এমন কিছু প্রোডাক্টের নাম বলে দিবেন, আমরা সেগুলো অ্যারেঞ্জ করবো, অথবা আমাদের পেজের কিছু প্যাকেজ আছে, সেখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন৷ অর্ডার কনফার্ম এর জন্য বিকাশে পেমেন্ট করে কনফার্ম করতে হবে৷

  • আমাদের কাছে উপহার সামগ্রী যা যা পাচ্ছেন:
    *কেক (হোম মেইড)
    *বেলুন
  • ঘড়ি
  • পেন্সিল স্কেচ/ কালার পেইন্ট
  • ফ্লাওয়ার বুকেট
  • চিঠি/কার্ড
    *চকোলেটস
  • ওয়ালেট
  • মোবাইল ফোন
  • হেডফোন
    *বই সামগ্রী
  • ফটো ফ্রেম
  • কাস্টোমাইজড মগ
  • শাড়ী (হ্যান্ড পেইন্ট)
    *পাঞ্জাবী(হ্যান্ড পেইন্ট)
    *গহনা

ইত্যাদি ইত্যাদি।

এছাড়াও আরো অনেক কিছু আছে। তাছাড়া আমাদের আরও কিছু প্যাকেজ আছে। আপনি চাইলে আপনার ইচ্ছেমত আমাদের প্যাকেজ কাস্টোমাইজ করতে পারবেন কিংবা আপনার ইচ্ছে মতো যেকোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন৷

আপনার প্রিয়জনের জন্য আপনার পছন্দের জিনিসগুলো অর্ডার করতে ও বিস্তারিত জানতে ইনবক্স অথবা ফোন করুন এই নাম্বারে : 01798445200 অথবা 01874313139

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here