না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের বর্বরতার অন্যতম সাক্ষী, মার্কিন সাংবাদিক ও লেখক জোসেফ গ্যালোওয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
১৮ অগাস্ট নর্থ ক্যারোলিনার কনকর্ড সিটির একটি হাসপাতালে শেষ নি:শ্বেস ত্যাগ করেন তিনি। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।
১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ২ বার ঢাকায় আসেন গ্যালোওয়ে। প্রথমবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং পরবর্তীতে ডিসেম্বরে বিজয় অর্জন পর্যন্ত ঢাকায় ছিল তার অবস্থান।
পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটিকে ‘গণহত্যা’ হিসেবে তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করেন গ্যালোওয়ে।