যে স্বর্গে তুমি করো বসবাস
সেই স্বর্গ হোক তোমার সর্বনাশ
আমি থাকি আষাঢ় শ্রাবণে পদ্ম ভাসা জলে
বসন্ত আমার কাল হয়েছে ফাগুনের মাসে।
নাই কোন সুখ হৃদয়ে আমার
অচিন গাঁয়ে করি বাস
যে ছিল মোর কাছের মানুষ সেই যে হলো পর।
হায় নিয়তি একি করলি চোখ মুদলে আসে জল
যায়না ভুলা অনেক কথা
নিত্য করি স্মৃতিচারণ
তোমার সুখটি দেখলে শুধু আমায় করলে পথহারা।
কামাল হোসেন কলিম