এ সময়ের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে মাহির মন্তব্য ‘আমরা জাস্ট ফ্রেন্ড’।
এ দিকে চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে খুব দ্রুতই দ্বিতীয় স্বামীকে প্রকাশ্যে আনবেন এই নায়িকা। এই গুঞ্জনের মধ্যেই মাহি জানালেন- আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি।
মাহি বলেন, ‘সারপ্রাইজ দেব এটা সত্য। আমি যদি এখনই বলে দেই, তাহলে তো সেটি আর সারপ্রাইজ রইলো না। পুরোটা জানার জন্য সবাইকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।’