রোববার সকাল ৫টায় ঢাকা মেডিকেলে এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পরও শিশুটি কোন প্রকার নড়াচড়া বা শব্দ না করায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তারপর একটি প্যাকেটে মুড়িয়ে শিশুটির লাশ তার বাবার কাছে দেয়। বাবা লাশ নিয়ে কবরস্থানে দাফন করতে নিয়ে যায়।
এমন সময় লাশের প্যাকেট নড়ে উঠে এবং শিশুটি কান্না শুরু করে। বাবা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু প্যাকেট খুলে দেখে তার ফুটফুটে শিশুটি সুস্থ আছে। তিনি আবারও ঢাকা মেডিকেলে ছুটে যান।
মজার বিষয় হল: ডাক্তারদের আগের গল্প বলার সাথে সাথে তারা বাবার কাছ থেকে ডেড সার্টিফিকেট দেখতে চেয়ে সেটি নিয়ে যায়, আর ফেরত দেয় নি।
এটা ভুল ও নয়, আলৌকিক ও নয়। চরম দায়িত্বহীনতা।এটা শুধু প্রথমবার নয় এর আগেও এ ধরনের নিউজ দেখেছি।
এনএইচ২৪/জেএস/২০২১