তাহলে কি যশের সন্তানের মা হচ্ছেন নুসরাত!

0
1059

সম্প্রতি সব সময়ই খবরের শিরোনামে থাকছেন এ সময়ের জনপ্রিয় টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। শোনা যাচ্ছে মা হবেন নুসরাত। তবে এই সন্তানের বাবা কে সেটা নিয়েই তৈরী হচ্ছে যত গুন্জন।

তবে সন্তানের ব্যাপারে মুখ খুলেননি নুসরাত। কারও প্রশ্ন, সন্তানের জন্মদাতা কে? কারও প্রশ্ন, কবে জন্ম নেবে সন্তান? কারও প্রশ্ন, নুসরত সম্পূর্ণ চুপ কেন?

তবে টলিউডের অনেকের ধারণা করছে, নুসরতের মা হওয়ার খবর মিথ্যে। বিরসা দাশগুপ্তের নতুন ছবিতে অভিনয় করার প্রসঙ্গ এনে এই খবর চাউর হয়েছে। বলা হচ্ছে ওই নতুন ছবিতে গর্ভবতী মহিলার চরিত্রে অভিনয় করার জন্যই নাকি নুসরত এই ‘বেবি বাম্প’ তৈরি করেছেন।

কিন্তু আনন্দবাজার ডিজিটালকে বিরসা দাশগুপ্ত জানালেন, এই খবর একেবারেই মিথ্যে। তার নতুন কোন ছবিতেই নুসরাত বা যশ কাজ করছে না।

তিনি আরও বলেন যে, নুসরতের বেবি বাম্পের সঙ্গে আমার ছবির কোনও সম্পর্ক নেই।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here