এবার সরাসরি হত্যার হুমকি পেলেন সালমান খান

0
293
newshunter24, Salman Khan, death threats,

সম্প্রতি শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে শর্মা নামের ২৬ বছরের এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

এদিন শুটিংস্পটে সেই যুবক ব্যক্তিনিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এসময় সেই যুবক নিজেকে লরেন্স বিষ্ণোইর দলের লোক বলেও দাবি করতে থাকেন।

এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি ভাইজান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাকরি দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, বেতন এক লাখ ৮৩ হাজার

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহর করেছিলেন শর্মা নামের ওই যুবক।

প্রসঙ্গত, প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তারপর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here