সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা প্রদান

0
895

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

৫৫ পদাতিক বিগ্রেডের ব্যবস্থাপনায়, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগীতায় ১৪ ই বেঙ্গল এ পরিচালনায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সহায়তার উদ্বোধন করেন।

এ মেডিকেল ক্যাম্পে ৫ জন সামরিক ও বেসামরিক ডাক্তার উপস্থিত থেকে ২৫০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদের সমানে হেলিপ্যাড চত্ত্বরে স্থানীয় দেড়’শ অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্ণেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সর্বার্তক লকডাউনকে সফল করার জন্য সরকারের আদেশে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে মাঠে রয়েছে।

তিনি আরো বলেন, আমাদের শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান এ মেডিকেল ক্যাম্পেইনের জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমাদের দায়িত্বরত এলাকায় মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা নেয় হয়েছে। এরই আলোকে টুঙ্গিপাড়ায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে কেউ কেউ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পরিবারসমূহে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এ মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমরা আমাদের জন্য বরাদ্দকৃত রেশন বা খাদ্য সামগ্রী সেখান থেকে সাশ্রয় করে ত্রাণ সহায়তা পরিচালনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here