যশোরের শার্শা উপজেলা বাস্তুহারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলীসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান মঙ্গলবার (৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালান। এসময় নগদ ৩৭ হাজার ১০০ টাকা, দুই জোড়া তাস, ১টি টর্চ লাইট, ১টি পাতার পাটি ও ১টি খাতাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।