মহামার করোনাভাইরাসে সিলেটে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ২ জন।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত মোট ২৭ হাজার ৩৫৪ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ হাজার ২১৭ জন। তবে বর্তমানে সিলেট বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ৬৪৪ জন।
এ বিভাগে করোনায় মোট সংক্রমিত রোগীর তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক ১৮ শতাংশ। আর সুস্থতার হার ৮৮.৫৩ শতাংশ।