গোপালগঞ্জের বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

0
1356

গোপালগঞ্জের মুকসুদপুরে বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিফাত শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক মো: কামরুল হাসান সড়ক দূর্ঘটনার বিশয়টি নিশ্চিত করেছেন। নিহত রিফাত শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সমসপুর গ্রামে আকতার শেখের ছেলে।

উপ-পরিদর্শক মো: কামরুল হাসান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় বালু বহনকারী দু’টি ট্রাকের মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিফাত নিহত হন ও অপর তিনজন আহত হয়েছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত-হতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here