সম্প্রতি ভারতের ৩ রাজ্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই মারা গেছেন ৪১ জন ও আহত হয়েছেন ১৭ জন।
এতে সোমবার (১২ জুলাই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র-ভারতীয় গনমাধ্যম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেছেন, ‘রাজস্থানের কিছু এলাকায় বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা।’
এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেই সাথে তিনি বজ্রপাতে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।