যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত‌্যু

0
919

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে আরও ১৭ জন মারা গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে সোমবার (১২ জুলাই) ভর্তি রয়েছেন ১৬২ জন এবং ইয়েলো জোনে ৬৬। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছে ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭ জন।

অন্যদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৫৬৯ জনের করোনা পরীক্ষায় ২১১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬১১ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here