বেলজিয়ামে এক সাথে করোনার দুটি ভ্যারিয়েন্ট বেটা ও আলফায় আক্রান্ত হয়েছিলেন ৯০ বছরের এক নারী। আক্রান্ত ওই নারী মারা গেছেন বলে রোববার জানিয়েছে বেলজিয়ামের গবেষকরা।
জানা যায়, আক্রান্ত ওই নারী একাকী বাস করতেন এবং বাড়িতে নার্সরা তার সেবা করতো। মার্চে তাকে আলস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার টিকা পাননি তিনি।
প্রাথমিকভাবে তার দেহে অক্সিজেনের মাত্রা ভালো থাকলেও পরে দ্রুত তার অবস্থার অবনতি ঘটতে থাকে। ৫ দিন পর তার মৃত্যু হয়।
ওই নারীর দেহে করোনার বেটা ও আলফা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। আলফা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে এবং বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। দুটি ভ্যারিয়েন্টে একসঙ্গে সংক্রমণের ঘটনা এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
ওএলভি হাসপাতালের মলিকিউলার বায়োলজিস্ট অ্যান ভ্যাঙ্কিরবারগেন বলেন, ‘দুটি ভ্যারিয়েন্টই একই সময় বেলজিয়ামে বিস্তার হচ্ছিল। তাই ওই নারী হয়তো দুই ভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন দুটি ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত, আমরা জানি না, তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন।