খুলনায় পৌঁছেছে মডার্নার ২৬ হাজার ৪শ’ডোজ টিকা

0
1198

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ঢাকা মেট্রো-শ-১৩-১৪১১) নম্বরের রেফ্রিজারেটর ভ্যানটি রোববার (১১ জুলাই) রাতে পৌঁছেছে নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সামনে।

পরে বেক্সিমকোর সংশ্লিষ্ট কর্মকর্তা মডার্নার ২২টি কার্টুন বুঝিয়ে দেন সিভিল সার্জন কার্যালয়ের ৫ সদস্যের কমিটির কাছে।

তারা জানান, টিকাগুলো ২ হাজার ৬৪০টি ভাওয়ালে রয়েছে। একটি ভাওয়াল থেকে ১০ জনকে টিকা দেওয়া যাবে। অর্থাৎ ২৬ হাজার ৪শ’ জন এ টিকা পাবেন।

বেক্সিমকোর আরএসএম মো. আজিজুল হক জানান, সরকার যুক্তরাষ্ট্র থেকে এ ভ্যাকসিনগুলো আনলেও সারাদেশে বিনামূল্যে সরবরাহের দায়িত্ব পালন করছে বেক্সিমকো কোম্পানি।

ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, টিকাগুলো স্কুল হেলথ ক্লিনিকের স্টোরে রাখা হয়েছে। তবে কিছু টিকা খুলনা সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। মডার্নার টিকা প্রদান সংক্রান্ত (১২ জুলাই) স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর বলা যাবে কবে থেকে এগুলো দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here