খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু

0
1280

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৬৪২ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরোদৌসী আক্তার সোমবার (১২ জুলাই) দুপুরে এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, বাগেরহাটে ২ জন এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৭৩ হাজার ১৯২ জন। মারা গেছেন ১ হাজার ৬৪১জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার ১০৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here