চাঁদপুরের হরিনা ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১২ জুলাই) বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। পরে এসব মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক সংবাদমাধ্যমকেকে এসব তথ্য নিশ্চিত করে জানান, চিংড়িগুলো বাজারজাত করার জন্য হরিনা ফেরি ঘাট সংলগ্ন এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। চিংড়ির মালিকরা মেঘনা নদীর পাড়ে চিংড়ি রেখে পালিয়ে যায়। তাই, কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের অভিযানকালে চাঁদপুরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত চিংড়িগুলো চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।