বাঙালি অভিনেত্রী তনয়া পাওলি দাম। য কিনা ‘হেট স্টোরি’ সিনেমার জন্য সাহসী ফটোশুট করে বলিউডে চমক লাগিয়েছিলেন।
হেট স্টোরি পোস্টারের জন্য টপলেস হয়ে পোজ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বিশেষ করে বাঙালি হওয়ায় বিষয়টি নিয়ে একটু বেশি সমালোচনার মুখে পড়েছিলেন পাওলি।
সম্প্রতি লাল রঙের বিকিনিতে সমুদ্র সৈকতে দেখা দিলেন পাওলি। যা এখন অর্ন্তজালে উত্তাপ ছড়াচ্ছে। উষ্ণতা মেখে সমুদ্র সৈকতে সান বাথ নিচ্ছেন পাওলি। তার পরনে লাল রঙের বিকিনি। বালির ওপর তোয়ালে পেতে সূর্যস্নান করছেন তিনি। সমুদ্রের নীল জলের পাশে পাওলি তার আগুন রূপের দ্যুতি ছড়াচ্ছেন। সেই আগুনের উত্তাপ এখন ইন্টারনেটে।
মূল বিষয় হলো—করোনার এই অলস মুর্হূতে সময় মিলিয়ে পুরোনো অ্যালবাম ঘেঁটে ছবিটি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এক দশক আগে কোনো এক সোমবার সকাল! একাকি আমি…।