আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর পরিচয় দিয়ে শ্রেষ্ঠ কর দাতা ব্যবসায়ী, সিআইপি, গাড়ী ইমপোর্টার জনাব আসলাম সেরানিয়াবাতকে অপহরন করা হয়েছে।
তিনি গাড়ী মালিক ও ইমপোর্টার সমিতির প্রথম সহ সভাপতি। বারভিডার পক্ষ থেকে, তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটির পক্ষ থেকে বারবিডা সচিব মোস্তাফিজুর রহমান ভূইয়া। এক লিখিত বিবৃতিতে তা জানানো হয়।
গত ২৯ আগস্ট ২০২৪ রাত আনুমানিক ১১ টায় মিরপুর কালশী থেকে তাকে অপহরন করা হয়৷ পরিবারের সকলে, গভীর উদ্বেগ উৎকন্ঠায় সময় কাটাচ্ছে৷
সকল শুভানুধ্যায়ীরা তার নিরাপদ ফিরে আসার জন্য প্রার্থনা করছেন৷ একজন সজ্জন হিসেবে, ও আন্তরিক সৎ মানুষ হিসেবে সকল মহলে তিনি সমাদৃত। কার সিলেকশান নামে একটি বৃহৎ গাড়ীর শো রুম গত ২০ বছরের বেশী সময় ধরে চালিয়ে আসছেন৷
দেশবাসীর সকলের দৃষ্টি আকর্ষন করেছেন তার নিকটাত্মীয়রা। তাকে ফিরে পাওয়ার জন্য, প্রশাসনের ও সকলের সহযোগীতা কামনা করেছেন।
এই প্রসঙ্গে,
বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রথম সংবাদটি তুলে ধরলেন, দ্য আবদুল্লাহ আল মাসুম।(“বিশ্ব মানবাধিকার” এর বিশেষ শুভেচ্ছা দূত)