নারায়ণগঞ্জে ১১ মামলার আসামি মো. আনিছ ভূঁইয়াকে শুক্রবার (২ জুলাই) গভীর রাত ৩টায় রূপগঞ্জের বরপা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩ জুলাই) দুপুর ১টায় র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আসামি ব্যবসায়ীক উদ্দেশে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকার ঋণ নেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তিনি এ টাকা পরিশোধ করতেন না। টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করতেন ও পাওনাদারদের হুমকি দিতেন। পরে ভূক্তভোগী পাওনাদাররা বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক সিআর মামলা করেন।
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ১১টি সিআর মামলা রয়েছে। এরমধ্যে বেশিরভাগ মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।