খাগড়াছড়িতে এক কিশোরীকে বাসে তুলে গণধর্ষণের অভিযোগে শনিবার (৩ জুলাই) সকালে খাগড়াছড়ি বাস টার্মিনালে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার ২ টি বাস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ি সদরের কামাল মিজি ও হবিগঞ্জের মাধবপুরের রফিকুল ইসলাম।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাতে পরিবারের সঙ্গে টেলিভিশন দেখা নিয়ে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে এক কিশোরী। রাত ৩ টার দিকে বাস টার্মিনাল এলাকায় ওই কিশোরীকে বাসে তুলে গণধর্ষণ করে।
ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।