কক্সাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

0
1142

কক্সাবাজারে উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ হামিদুল হক নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৩ জুলাই) দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় পাঠানো হয়েছে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ্ মোহাম্মদ শেখ সাদী ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, ২ জুলাই রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার কোটবাজারের তাচ্ছাখালী ব্রিজের পাশে প্রধান সড়কে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হামিদুল হককে একটি পলিথিন ব্যাগসহ গ্রেপ্তার করা হয়। পরে পলিথিন ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here