ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0
318

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বোর্ড অফিস নামকস্থানে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার কচুবাড়ি বোর্ড অফিস নামকস্থানে স্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন ৪ জন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here