লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

0
1262

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর অফিসার্স ক্লাবের উদ্যোগে ৫টি সংগঠনের মাঝে ৫টি অক্সিজেন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

লক্ষ্মীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব সূত্রে জানা যায়, সদর উপজেলায় কর্মরত অফিসারদের অর্থায়নে দেড় লাখ টাকা ব্যয়ে ৫টি সংগঠনকে ৫টি অক্সিজেন ও ৫টি প্যালস অক্সিমিটার এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ২০টি প্যালস অক্সিমিটার প্রদান করা হয়। সংগঠনগুলো হলো, রেড ক্রিসেন্ট, সবুজ বাংলাদেশ, মেঘ ফাউন্ডেশন, মানবিক যুবলীগ, দিঘলী ইউনিয়ন ইউনিক ফোরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here