চাঁদপুরে ৪নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ১২ কেজি গাঁজাসহ মো. রায়হান জমাদার নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় তার বসতঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।
চাঁদপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।