চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী আর নেই

0
1700

না ফরার দেমে পাড়ি জমিযেচেন চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ জুলাই) বগুড়ার একটি হাসপাতাল সকাল ১০টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

প্রযোজক ও পরিচালক বিপ্লব শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনেক দিন ধরে আয়োডিন ও থাইরয়েড চিকিৎসা নিচ্ছিলেন সিলভী আজমী চাঁদনী।

শরীফ বলেন, ‘আমার তত্ত্বাবধানে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন অনেক দিন। অবশেষে তিনি আজ সকালে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here