কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল: মেহজাবীন

0
105
Newshunter24, Cairo trip, Mehjabeen Chowdhury, Dear Malati, Cinema, Film Festival,

সম্প্রতি ‘প্রিয় মালতী’ সিনেমার প্রিমিয়ার হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ। আর এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাইতো এ উৎসবে অংশ নিতে সিনেমার পুরো টিমসহ মিশরে যান মেহজাবীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬টি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এসব ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। জাদুঘরটি অন্বেষণ করা এবং অবশেষে তা দেখা অধীর আগ্রহে প্রত্যাশা ছিল। কল্পনা করার কয়েক বছর পর অবশেষে মমি দেখতে পেয়েছি। যদিও দর্শকদের মমির ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, তবুও অভিজ্ঞতাটি আমার মনে প্রাণবন্ত এবং অমলিন রয়ে গেছে।

আরও পড়ুন: ‘ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা’

অভিনেত্রী আরও লিখেন, এর বাইরে, আমি মিশরের অবিশ্বাস্য ইতিহাসের আরও অনেক কিছু আবিষ্কার করেছি। যার সবই পরাবাস্তব মনে হয়- মিশর সত্যিই জাদুময়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here