বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনার টিকা নেওয়ার জন্য গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন। তবে এখনো এসএমএস পাননি। টিকা নেওয়ার জন্য তিনি মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল সিলেক্ট করেছেন।
সোমবার (১২ জুলাই) রাতে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, নিবন্ধন করার পর মোবাইলে এসএমএম গেলে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে আসতে হয়।