মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান বিধি-নিষেধের সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা এসব কোর্ট পরিচালনা করে, এ সময় সরকার নির্দেশিত আদেশ না মানায় পথচারী, ব্যবসায়ীসহ ৫৩ জনকে মামলা দিয়ে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তাছাড়া লোকজনকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুপ্রাণিত করে অসহায়, দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।