চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল

0
328

এই মহামারি করোনার সময় রোগীর পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যাতে করে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল। কিছুক্ষন পরপরই জরুরি বিভাগের সামনে থামছে অ্যাম্বুলেন্স। কেউ করোনায় আক্রান্ত, কারও শ্বাসকষ্ট, কেউ আহত, কেউবা অন্য কোনো রোগে গুরুতর অসুস্থ।

কিন্তু রোগীর চাপ এতই বৃদ্ধি পাচ্ছে যে শয্যা খালি পাচ্ছেন না রোগীরা। এমনকি সাধারণ ওর্য়াডেও ভর্তি রেয়েছেন করোনা রোগী। রোগীর এত চাপ সামলাতে হিমসিম খাচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এই করুণ চিত্র দেখা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে মেডিক্যালে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রোগীর চাপ বাড়লেও হাসপাতালের জনবল বাড়েনি। ফলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ সবাইকে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় খুব গুরুতর ও জরুরি না হলে, রোগী ভর্তি স্থগিত করা হয়েছে। এছাড়া জরুরি ছাড়া রুটিন অস্ত্রপচার কার্যক্রমও আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে যদি দক্ষ জনবল না বাড়ানো পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here