সারাদেশ ‘লাইকি স্টার’ সেই অপু ভাই পুলিশের হাতে গ্রেফতার By . - August 3, 2020 0 3205 FacebookTwitterPinterestWhatsApp সাধারণ নাগরিকদের হেনস্তা এবং মারধর করার অপরাধে “লাইকি স্টার” অপুকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।