মানিকগঞ্জ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু

0
409

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) দুপরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫৩টি নমুনা পরীক্ষায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৩.২৬ শতাংশ। নতুন আক্রান্ত ২০৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন এবং সাটুরিয়া উপজেলায় রয়েছেন ১০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here