কক্সবাজারে ২৫ হাজার ইয়াবাসহ আটক ১

0
428

কক্সবাজারের রামু ফুটবল চত্বর (ব্রিজের নীচে) এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কিতে মিললো ২৫ হাজার পিস ইয়াবাসহ মনজুরুল আলম নামক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযানকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তিনি নিজেই একটা একটা করে ৪০টি বোতল বের করেন। প্রতিটি বোতলে ৬২৫ পিস করে মোট ২৫ হাজার ইয়াবা রয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১০ হাজার টাকার বিনিময়ে ইয়াবাগুলো পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে কক্সবাজার শহরের লিংকরোড হয়ে তিনি চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here