নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহাকাল মাঠের তিন রাস্তার মোড় থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে অস্ত্র ও গুলিসহ ডালিম হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
শুক্রবার (৩০ জুলাই) সকালে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাত ৮টার দিকে মহাকাল মাঠের তিন রাস্তা মোড়ে চেকপোস্টে বসায়। এসময় ডালিম হোসেন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে তল্লাশির পর ১ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটারগান, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা হয়েছে।