নেত্রকোনার মদনে আমিরুল মিয়া নামের এক যুবক প্রেমের সম্পর্কের পর একাধিকবার ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গাজীপুরের গাছা থানার জয়বাংলা এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার (৯ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, মদন উপজেলার ওই মেয়েটির সঙ্গে গত তিন বছর আগে আমিরুলের প্রেমের সম্পর্ক। একপর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে।
একপর্যায়ে ভুক্তভোগী ঘটনাটি তার পরিবারকে জানায়।এতে ক্ষিপ্ত হয়ে গত এক মাস আগে আমিরুল ধর্ষণের ভিডিও ও আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনায় গত ২৫ জুন মেয়েটির মা বাদী হয়ে এ নিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গাজিপুরের জয়বাংলা এলাকা থেকে গ্রেপ্তার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রেক্ষিতে আমিরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।