খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ আটক-৪

0
321

খাগড়াছড়ির গুইমারার ছনখোলা পাড়ায় শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজিসহ প্রসীত বিকাশ কীসা সমর্থিত ইউপিডিএফের ৪ কর্মীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উপঅধিনায়ক মেজর মো. এমরান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ছনখোলা পাড়া এলাকা থেকে ৪ সন্ত্রাসীকে আটক করা হয়।

এসময় জব্দ করা হয় দেশীয় তৈরি ২টি এলজি, ৫টি চাঁদা আদায়ের রশিদ বই, ৬টি মোবাইল সেট ও নগদ ৩হাজার ৭শ ৫০ টাকা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথবাহিনী সদস্যরা অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে গুইমারা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here