ভোলার দৌলতখানের চর খলিয়া গ্রামে শুক্রবার (৯ জুলাই) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (২৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত রুবেল দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর খলিফা গ্রামের আব্দুল মুনাফের ছেলে ও উপজেলার বালিকা বিদ্যালয় সড়কের স্টুডিও ব্যবসায়ী ছিলেন।
চর খলিফা ইউপি চেয়ারম্যান জানান, শুক্রবার দুপুরে রুবেল তার নিজের ঘরের বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।