রাঙামাটির কাপ্তাইয়ে এবং রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা তিনছড়ি নোয়াপাড়ায় দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতের পরিচয় জানাতে পারেনি।
এলাকার সূত্র জানায়, বিকালে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক দলের সশস্ত্র গ্রুপ এবং মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী দলের সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় মুখোমুখি ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল যান পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে উভয় দলের সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখেন তারা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।