অবশেষে ফাসঁ হলো মধুমিতার গোপন কথা

0
1482

সম্প্রতি কালের জনপ্রিয় ভারতীয় নায়িকা মধুমিতা সরকার। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। সব সময়ই থাকছেন খবরের শিরোনামে।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে মধুমিতা বলেন, ‘কমিটেড টু ওয়ার্ক’। কাজে এতটাই ব‌্যস্ত যে, বেড়াতে যাওয়ার প্ল‌্যান করতে পারছেন না। ‘তবে ইচ্ছে আছে জুলাই-আগস্ট নাগাদ গোয়ায় একটা ছোট্ট ট্রিপ করব।

আরও বলেন, ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পেয়েছিল ভ‌্যালেনটাইন্স ডে তে, ‘চিনি’ মু্ক্তি পেয়েছিল ক্রিসমাসে। আর ট্যাংরা ব্লুজ মুক্তি পেল পয়লা বৈশাখে।

এটা ভেবে আমার খুব মজা লাগছে। শুধু তাই নয়, এসব বলে আমি নিজেকে পজেটিভ ফিল করাতে চাই।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here