বড় র্পদায় পা রাখছে ললনাদের ক্রাশ শেখ শাদী

0
1128

হাজারও ললনার ক্রাশ শেখ শাদী। একের পর এক গান নিয়ে আসছেন দর্শক-শ্রোতাদের কাছে। তবে সবচেয়ে বেশি পরিচিত হয়েছিলেন ললনা গানের মাধ্যমে। এরপর একাধিক গানে পেয়েছেন শ্রোতাপ্রিয়তা।

মাঝে খানিক বিরতি নিয়ে নতুন খবর নিয়ে আবারও হাজির হয়েছেন রমনীদের ক্রাশ ‘ললনা’-খ্যাত তরুণ শিল্পী শেখ শাদী।

জানা গেছে, তামিম হোসেনের প্রযোজনা ও হোসেন আবু তৌহিদ হেরনের পরিচালনার নতুন সিনেমা‘সংশয়ী‘র মধ্যে দিয়ে বড় র্পদায় অভিষেক হতে যাচ্ছে শেখ শাদীর।

টিএইচআর মিডিয়া হাউজের নতুন সিনেমাটি শেখ সাদী সাথে জুটি বাধঁবেন নতুন মুখ অনামিকা।

পরিচালক আবু তৌহিদ হেরন সিনেমাটি প্রসঙ্গে বলেন, আমরা শীঘ্রই শুটিং শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই এই সিনেমাটি পছন্দ করবেন।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here