প্রেমিক আসবে শুনে হাসপাতালেই মেকআপ করলেন তরুণী

0
1707

কথায় আছে হাসপাতালে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায়। তবে এবার ঘটেছে এক ভিন্ন ঘটনা। ভিয়েতনামে ওয়াংমেই নামের এক তরুণী হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিল। এমন সময় তার প্রেমিক তাকে দেখতে আসে।

আর সেই খবর পাওয়া মাত্র ওই তরুণী মেকআপ করা শুরু করেন। শুধু তাই নয় পরে সাজসজ্জার সেই ছবি ফেসবুকে পোস্টও করেছেন।

ছবিতে দেখা গেছে, ওয়াংমেই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মুখে বেজ মেকআপ লাগিয়েছেন। আইব্রো, ব্লাশার, আইশ্যাডো, আইলাইনারও ব্যবহার করেছেন। নেইল পলিশ করেছেন। কানে পরেছেন মুক্তার দুল।

ফেসবুকে পোস্ট করা ছবির সঙ্গে ওয়াংমেই লিখেছেন, আমার প্রেমিক আমাকে দেখতে আসছে! নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হলেও কেউ কেউ ওয়াংমেইর পক্ষেও কথা বলেছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here