খবরের শিরোনাম যার দখলে তিনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় বিশ্বসুন্দরী ও গ্ল্যামার গার্ল খ্যাত চিত্রনায়িকা পরীমনি।
র্দীঘ পাঁচ বছর ধরে তার প্রিয় কর্মস্থল বিএফডিসি তার সহকর্মী, পরিচিত, অসহায়দের জন্য কোরবানী দিয়ে আসছেন। এবারও তার ব্যাতিক্রম হবে না। এবার তিনি গত পাঁচ বছরের ধারাবাহিকতা রক্ষা করে এবার ছয়টি গরু কোরবানি দেবেন।
এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব। আমার ইচ্ছে- প্রতিবছর একটি করে গরু বাড়াবো ইনশাআল্লাহ।’
‘কোরবানি ঈদ সব সময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন-যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।’
এই অভিনেত্রী এফডিসিকে দ্বিতীয় পরিবার মনে করেন। তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’ তবে এবার সতর্কতার সঙ্গে কোরবানি দেবেন; স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন তিনি।