চীনে র্দীঘ ২৪ বছর পর খুঁজে পেলেন সন্তানকে

0
1224

চীনের একটি বড় সমস্যা শিশু অপহরণ। প্রতি বছর দেশটিতে অপহরণের শিকার হয় হাজার হাজার শিশু। তেমনি ২৪ বছর আগে শানডং প্রদেশে নিজের বাড়ির সামনে থেকে গুয়ো গানতাংয়ের ছেলেকে অপহরণ করেছিল দুই মানবপাচারকারী। ৫ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৪ বছর পর নিজের সন্তানকে খুঁজে পেলেন চীনের এক নাগরিক। খবর-বিবিসি।

চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ডিএনএ শনাক্তের মাধ্যমে পুলিশ গানতাংয়ের ছেলের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। পরে অপহরণে সম্পৃক্ত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গানতাংয়ের ছেলে নিখোঁজের এই গল্প নিয়ে ২০১৫ সালে একটি সিনেমাও নির্মাণ করা হয়েছিল। এতে অভিনয় করেছিলেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লুই।

চীনা সংবাদমাধ্যম চীনা নিউজ জানিয়েছে, অপহরণকারী দুজন ছিল প্রেমিক-প্রেমিকা। শিশুটিকে অপহরণ করে তারা প্রতিবেশী হেনান প্রদেশে নিয়ে বিক্রি করে দেয়।

এদিকে, ১৯৯৭ সালে সন্তানকে হারানোর পর তাকে খুঁজতে মোটরসাইকেলে করে চীনের ২০টি প্রদেশে গিয়েছেন গানতাং। ছেলের ছবি আঁকা ব্যানার সঙ্গে নিয়ে জীবনের বড় একটি অংশ তিনি রাস্তায় রাস্তায় কাটিয়েছেন। কখনো তিনি সেতুর নিচে কাটিয়েছেন, হাতের টাকা শেষ হলে ভিক্ষাও করেছেন। ছেলেকে খোঁজার এই সময়ে তিনি চীনের নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের সংগঠনের সুপরিচিত সদস্য হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here