ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

0
338
road accident

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর নামক এলাকায় মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। এমন সময় আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছেন। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here