দুবৃর্ত্তের ছুড়িকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

0
1318

গাইবান্ধায় রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রকিকে ছুড়িকাঘাতে খুন করেছে দুবৃর্ত্তরা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা শহরের কাজ সেরে রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে রকি ৩ সহকর্মীদের সাথে ২টি মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়ায় যাচ্ছিলেন। এসময় দুবৃত্তরা তাকে পুর্বপাড়ায় মোটরসাইকেল থেকে নামিয়ে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করে।

পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here