গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন নামে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ৬ জন গরু ব্যবসায়ী সাভার থেকে পিকআপভ্যান করে রংপুরের যাওয়ার পথে ফাসিতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এই র্দুঘটনা ঘটে। আহত ৪জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।