চুনারুঘাটে ৩ কেজি গাঁজাসহ আটক ১

0
1057

চুনারুঘাটে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায় (১লা জুলাই) বৃহস্পতিবার রাত সারে এগারটার সময় পৌর শহরের বাল্লা রোডে সিএনজি চালিত অটোরিক্সাযোগে গাঁজা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি উপজেলার সীমান্তবর্তী ১নং গাজীপুর ইউপির ৮ নং ওয়ার্ডের পূর্ব ইকরতলী গ্রামের মোঃ আলফি মিয়ার পুত্র সাদেকুর রহমান সাদেক (৩৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী হতে জানা যায় আটককৃত সাদেক মৃত আব্দুল গফুর ওরফে লুদাই চকিদার পুত্র ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি ও চুনারুঘাট উপেজেলার বর্তমান যুবলীগ সদস্য মোঃ রফিক মিয়ার আপন ভাগিনা এবং আরো জানা যায় তার আপন ছোট ভাই আক্তারোজ্জামান ওরফে আক্তার মোল্লা পুরাতন মটর সাইকেলের ক্রয়-বিক্রেতা।

এস আই ইকবাল কবীর সম্রাট ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং মাদক আইনে বিজ্ঞ আদালতে তাকে প্রেরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here