ভারতীয় মহাকাশযান গগনযান’ মিশন লঞ্চে চেপে নভোশ্চরদের মহাকাশে পাড়ি দেওয়ার যাবতীয় পরিকল্পনা তৈরি করে ফেলেছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)।
জানা গেছে, চার বছর পূর্বে ঘোষিত হওয়া ‘গগনযান’ মিশন লঞ্চের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার পথে ইসরো(ISRO)। রাশিয়া, আমেরিকা ও চিনের পরেই ৪র্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে মহাকাশচারী পাঠাতে চলেছে ভারত।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বেঙ্গালুরুতে লকডাউন পর্ব মিটলেই তা নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হবে।
২০১৮ সালের ১৫ অগস্ট ‘গগনযান’ প্রকল্পের ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই সেই অভিযানের খুঁটিনাটি তুলে ধরে ছিলেন ইসরোর (ISRO) চেয়ারম্যান কে সিভন।
তিনি বলেছিলেন, ঠিক ৪ বছর পর শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি ছাড়া হবে। তাতে থাকবেন মহাকাশচারীরা। এই সমস্ত নভোচারী রাশিয়ায় তাদের এক বছরের প্রশিক্ষণ শেষ করেছেন।
রাশিয়া থেকে ফিরে আসার পরে, তারা সবাই ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ডিজাইন করা প্রশিক্ষণ মডিউল থেকে প্রশিক্ষণ নেবে। প্রশিক্ষণ শেষে, এখন এই ৪ নভোচারী গগনযানের মাধ্যমে মহাকাশে প্রেরণ করা হবে।
গগনযান’ প্রোগ্রামটিকে মোট ৩ টি ভাগে ভাগ করেছে ইসরো (ISRO)। খরচ ধরা হয়েছে মোট ১০ হাজার কোটি টাকা।
প্রথম দুটি পর্বে একই ধাঁচের মানুষ বিহীন মহাকাশযান পাঠিয়ে সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তারপর ৪০ মাসের মাথায় ৩য় মহাকাশযানে ৩ জন নভশ্চরকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএইচ২৪/জেএস/২০২১